রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি প্রকল্পের পক্ষে প্রচারে নামছেন তৃণমূলের শিক্ষকরা

November 7, 2020 | < 1 min read

ছবি: প্রতীকী

বিধানসভা (West Bengal Assembly Election) ভোটের আগে সরকারি প্রকল্প (Government Projects) নিয়ে প্রচারে নামছেন শাসক দলের সমর্থক শিক্ষকরা (Teachers)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল (Trinamool) প্রভাবিত প্রাথমিক শিক্ষকরা জলপাইগুড়ি থেকে এই প্রচার শুরু করেছেন। প্রচারের অন্যতম মূল লক্ষ্য থাকবে এটা বোঝানো, সরকারি প্রকল্পের সুবিধা নিতে কোনও অর্থ লাগে না। অর্থের বিনিময়ে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়, বিরোধীদের এই দাবি নস্যাৎ করতেই কোমর বাঁধছেন শিক্ষকরা।
সংগঠনের সভাপতি অশোক রুদ্র (Ashok Rudra) বলেন, রাজ্যজুড়ে স্কুলস্তরের ৭২৩টি সার্কেল বা চক্র রয়েছে। চার-পাঁচ জনের দল গড়ে প্রতিটি চক্রেই ঘুরবেন শিক্ষকরা। গোটা রাজ্যে প্রায় ৬০-৬৫ হাজার শিক্ষক এই প্রচারে শামিল হবেন বলে অশোকবাবুর দাবি। প্রচারের জন্য একটি পুস্তিকাও তৈরি করেছে সংগঠন। বিধবা ভাতার ফর্ম কোথা থেকে মিলবে, কীভাবেই-বা বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যাবে এসবই জানাবেন শিক্ষকরা। সরকারের প্রায় ৬৩টি চালু প্রকল্প নিয়ে প্রচার হবে। অশোকবাবুর দাবি, রাজ্যজুড়ে এই কর্মসূচি নেওয়া হলেও জোর দেওয়া হবে অনগ্রসর ব্লক এবং জনজাতির উপরে। সরকারি প্রকল্পের সবচেয়ে বেশি প্রয়োজন তাঁদের। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #tmc, #Govt projects, #Teachers Cell, #Ashok Rudra

আরো দেখুন