রাজ্য বিভাগে ফিরে যান

কোভিড হাসপাতালগুলিতে বাড়ছে বেড, বিজ্ঞপ্তি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

November 8, 2020 | 3 min read

রাজ্যে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ (Coronavirus)। সুস্থতার হার বাড়লেও নতুন আক্রান্তের সংখ্যাও প্রতি দিন চার হাজারের আশেপাশেই ঘোরাঘুরি করছে। দুর্গাপুজো শেষ হলেও এখনও কালীপুজো, দীপাবলীর মরসুম বাকি রয়েছে। এই উত্‍সবের মরসুমে সংক্রমণ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে (Covid Hospital) বেড (Bed)বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। জেনারেল বেডের পাশাপাশি এইচডিইউ (HDU) এবং সিসিইউ (CCU) বেডের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু হাসপাতালকে কোভিড রোগীদের চিকিত্‍সার জন্য ব্যবহার করার সিদ্ধান্তও নিয়েছে স্বাস্থ্য দফতর। যে যে হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কিংবা কোভিড চিকিত্‍সার জন্য ব্যবহার করা হচ্ছে সেগুলি হল-

  • কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের ৫২টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৬৭০টি বেড হল যার মধ্যে ৯৪টি সিসিইউ ও ১৪৯টি এইচডিইউ বেড।
  • রাজারহাটের সিএনসিআই-এর ৫০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৪২৫টি বেড হল যার মধ্যে ৫০টি সিসিইউ ও ৫০টি এইচডিইউ বেড।
  • কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৩টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১১০টি বেড হল যার মধ্যে ৪টি সিসিইউ ও ৪৩টি এইচডিইউ বেড।
  • উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালের ২৫টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৫০০টি বেড হল যার মধ্যে ১৮টি সিসিইউ ও ৫০টি এইচডিইউ বেড।
  • দক্ষিণ ২৪ পরগনা জেলার সিএমওএইচ-এর প্রস্তাব অনুযায়ী যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালের ১৩০টি বেডকে কোভিড রোগীদের চিকিত্‍সার জন্য ব্যবহার করা হবে। তার মধ্যে ৫০টি এইচডিইউ বেড রয়েছে।
  • বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ৪০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। তার ফলে এই হাসপাতালে এখন মোট বেডের সংখ্যা ২৫০। তার মধ্যে ১০টি সিসিইউ ও ৪০টি এইচডিইউ বেড রয়েছে।
  • তপসিকণ্ঠ আয়ুষ হাসপাতালের ১০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১১০টি বেড হল যার মধ্যে ৭টি সিসিইউ ও ১০টি এইচডিইউ বেড।
  • বড়মা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালের ১০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১৫০টি বেড হল যার মধ্যে ১১টি সিসিইউ ও ১০টি এইচডিইউ বেড।
  • পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ২০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ২০০টি বেড হল যার মধ্যে ১০টি সিসিইউ ও ৪০টি এইচডিইউ বেড।
  • কালিম্পংয়ের ত্রিবেণী ট্যুরিস্ট লজ কোভিড হাসপাতালের ৬টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১৫০টি বেড হল যার মধ্যে ৬টি সিসিইউ ও ৬টি এইচডিইউ বেড।
  • মুর্শিদাবাদের পুরনো মাতৃসদনের ২৪টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৩০০টি বেড হল যার মধ্যে ২৬টি সিসিইউ ও ৩২টি এইচডিইউ বেড।
  • ঝাড়গ্রামের নাইট শেল্টার কোভিড হাসপাতালের ৫টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৭৫টি বেড হল যার মধ্যে ১০টি সিসিইউ ও ১০টি এইচডিইউ বেড।
  • সিঙ্গুর টিসিএফ হাসপাতালের ২০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১০০টি বেড হল যার মধ্যে ১১টি সিসিইউ ও ৯টি এইচডিইউ বেড।
  • নৈহাটি এসজিএইচ-এর ৪০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৯০টি বেড হল যার মধ্যে ৪০টি এইচডিইউ বেড।
  • উত্তর ২৪ পরগনার শ্রী বলরাম সেবা মন্দিরের ৪০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৮০টি বেড হল যার মধ্যে ৪০টি এইচডিইউ বেড।
  • অশোকনগরর এসজিএইচ-এর ৩০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৬০টি বেড হল যার মধ্যে ৩০টি এইচডিইউ বেড।
  • কল্যাণীর নেতাজি সুভাষ স্যানেটরিয়ামের ৪০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৩০০টি বেড হল যার মধ্যে ১০টি সিসিইউ ও ৪০টি এইচডিইউ বেড।
  • কোচবিহারের মিশন হাসপাতালের ১০টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ১১০টি বেড হল যার মধ্যে ১৬টি সিসিইউ ও ১৬টি এইচডিইউ বেড।
  • জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে ২০০টি বেড বাড়ানো হচ্ছে ও ১২টি বেডকে এইচডিইউ বেড করা হচ্ছে। ফলে এই হাসপাতালে বর্তমানে মোট ৫০০টি বেড হল যার মধ্যে ৩০টি সিসিইউ ও ১২টি এইচডিইউ বেড।
  • আগামী এক মাসের জন্য উত্তর ২৪ পরগনার নেহরু মেমোরিয়াল টেকনোলজিক্যাল হাসপাতালের অ্যানেক্স বিল্ডিংয়ের ৫০টি এইচডিইউ বেডকে কোভিড রোগীদের চিকিত্‍সার জন্য ব্যবহার করা হবে। অর্থাত্‍ এই হাসপাতালে বেডের সংখ্যা বেড়ে হল ১৪৪টি, যার মধ্যে ৯৪টি মেন বিল্ডিং ও ৫০টি অ্যানেক্স বিল্ডিংয়ে ও তার মধ্যে মেন বিল্ডিংয়ের ৬৫টি বেড সিসিইউ অথবা এইচডিইউ ও অ্যানেক্স বিল্ডিংয়ের ৫০টি বেড এইচডিইউ বেড হিসেবে ব্যবহার হবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #health department, #Covid Bed

আরো দেখুন