রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্র হস্তক্ষেপ করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করুক দাবী তৃণমূলের

November 8, 2020 | 2 min read

কিছুদিন আগেই কেন্দ্র (Centre) আইন করে সমস্ত রাজ্যের (State) হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে অত্যাবশ্যক পণ্যের (Essential Commodity) মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের (Inflation Control)। কিন্তু, বর্তমানে মূল্যবৃদ্ধির জন্য রাজ্যের বিজেপি (BJP) নেতারা তৃণমূল (TMC) সরকারকে (Government) দায়ী করে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনও প্রমাণ ছাড়া এক শ্রেণীর সংবাদমাধ্যম তা প্রচার করে মানুষের মনে বিভ্রান্তি (Rumor) ছড়াচ্ছে।

আজ এই মূল্যবৃদ্ধি এবং অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার (Rajya sabha) সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, আজ আর্থিক মন্দা দিবস (Economic Retardation)। কারণ, আজ থেকে চার বছর আগে কেন্দ্র সরকার নোটবন্দীর (Demonetization) মাধ্যমে সারা দেশের অর্থনীতির (Economy) যে বন্ধ্যাত্ব (Trap) সৃষ্টি করেছিল, তাঁর থেকে আজও ভারতের অর্থনীতি মুক্তি পায়নি। যে শতাধিক মানুষ ব্যাঙ্কের (Bank) সামনে লাইনে দাঁড়িয়ে মারা গেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।

সাম্প্রতিক আমেরিকার (USA) ও বিহারের (Bihar) নির্বাচন নিয়ে বলেন, ট্রাম্পের (Donald Trump) পরাজয় এবং বিহারের বিধানসভা (Assembly) নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা (Exit poll) বলছে বিজেপি হারতে চলেছে। এর ফলে ওদের অনেক নেতার মাথা ঠিক নেই। আজ এক সভায় বঙ্গ বিজেপি সভাপতি বলেছেন আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির (Price Hike) জন্য রাজ্য সরকার দায়ী। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু সংবাদমাধ্যম (Media) সেটি প্রচার করেছে। এসব অভিযোগ মিথ্যে এবং আইনি পদক্ষেপ (Legal Action) নেওয়া যায়। সংবাদমাধ্যমকে তিনি অনুরোধ করেন, সত্যতা যাচাই না করে মিথ্যে প্রচার (Fake News) করবেন না। প্রমাণ ও ভিত্তিহীন অভিযোগ সম্প্রচার করবেন না।

মূল্যবৃদ্ধির বাস্তব কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সম্প্রতি অত্যাবশ্যক পণ্যের ওপর আইন করে কেন্দ্র রাজ্য সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা কেড়ে দিয়েছে। এর ফলে ঢালাও মজুত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দাবী কেন্দ্র এতে হস্তক্ষেপ করে সারা দেশে জিনিসপত্রের দাম কমাক। রাজ্য সরকার টাস্ক ফোর্স (Task Force) দিয়ে মজুতদারি কমাচ্ছে। বিভিন্ন বাজারে দাম বেঁধে দিয়েছে (Fixed Price)।

https://www.facebook.com/DrishtibhongiIN/videos/707666886812304/
TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #price hike

আরো দেখুন