রাজ্য বিভাগে ফিরে যান

করোনার জের, বন্ধ রাসমেলা

November 8, 2020 | < 1 min read

এবার করোনার থাবা উলুবেড়িয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাসমেলাতে (RasMela) । করোনা পরিস্থিতির (Coronavirus) জেরে এবার বন্ধ থাকবে হাওড়া জেলার অন্যতম বৃহৎ উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলা। শুক্রবার উলুবেড়িয়া কালীবাড়ির পরিচালন কমিটির আলোচনায় এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাসপূর্ণিমা (RasPurnima) উপলক্ষ্যে উলুবেড়িয়া কালীবাড়ি চত্বরে প্রতিবছর রাসমঞ্চ যেমন তৈরি হয়; তার পাশাপাশি হুগলী নদী সংলগ্ন কালীবাড়ির মাঠে প্রতিবছর বিশাল বড়ো মেলা বসে। মেলায় কয়েকশো দোকান থাকে। বহু দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ মেলায় আসেন। প্রায় একমাস ধরে চলে সেই মেলা। এবার করোনা পরিস্থিতির জেরে উলুবেড়িয়ার রাসমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ। জানা গেছে, এবার কোনোরকম দোকানপাট বসতে দেওয়া হবে না। যদিও নিয়ম মেনে রাসপুজো হবে। উলুবেড়িয়া আনন্দময়ী কালীবাড়ি পরিচালন কমিটি সূত্রে খবর, এবার ২৯ শে নভেম্বর থেকে এক মাস ধরে রাসে নিত্য পুজো চলবে। আচার অনুযায়ী রাস উৎসবের শেষ তিনদিন হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।তবে এবার আর মাসব্যাপী হরিনাম সংকীর্তন হবেনা। ভিড় এড়াতে রাস উৎসবের অন্যতম আকর্ষণ পুতুলের মাধ্যমে বিশেষ বিনোদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কার্তিক মাসের পূর্ণিমাই রাস পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি। পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রীচৈতন্যদেব নাম-সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি তাঁকে জানতে চায়, তবে তাঁকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে। এই দিনে তাই বৈষ্ণব ভক্তরা তাঁদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাসলীলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Ras Mela, #West Bengal

আরো দেখুন