রাজ্য বিভাগে ফিরে যান

গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহারের হার বৃদ্ধি বাংলায়

November 8, 2020 | 2 min read

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় স্বাস্থ্য সচেতনতায় অনেক এগিয়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলি। কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা সমীক্ষা রিপোর্টে এই তথ্য মিলেছে। দেশের অধিকাংশ রাজ্যে নিম্নমুখী হলেও, বাংলার গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচালয় (Hygienic Toilet) ব্যবহারের হার লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এই ইস্যুতে গত তিন বছরের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আর তাতেই সামনে এসেছে সামগ্রিক ছবি। ‘ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্যানিটেশন সার্ভে’র (এনএআরএসএস) মাধ্যমে দেশের গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহারের রাজ্যওয়াড়ি তথ্য প্রকাশ করেছে কেন্দ্র। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) কর্মসূচির আওতায় এই সমীক্ষা চালানো হয়েছে।

জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এনএআরএসএস-১, ২ এবং ৩ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এনএআরএসএস-১ সমীক্ষা করা হয়েছে ২০১৭-১৮ আর্থিক বছরে। এনএআরএসএস-২ সমীক্ষা করা হয়েছে ২০১৮-১৯ আর্থিক বছরে। এবং তৃতীয় ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্যানিটেশন সার্ভে (এনএআরএসএস) করা হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে। সমীক্ষা রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, এই তিন বছরেই পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচালয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির হার কীরকম? প্রথম সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার গ্রামাঞ্চলের ৭৬.৭ শতাংশ বাসিন্দা স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করছেন। দ্বিতীয় সমীক্ষায় তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৫ শতাংশ।

তৃতীয় সমীক্ষা, অর্থাৎ ২০১৯-২০ সালে এই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১.২ শতাংশ। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-১৮ সালে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার ৫ কোটি ১৭ লক্ষ ৭৬ হাজার ১৯৬ জন বাসিন্দা স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করেছেন। ২০১৮-১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ কোটি ৭৭ লক্ষ ৭০ হাজার ৭৭৭ জন। আর পরের অর্থবর্ষ, ২০১৯-২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ২৬৫ জনে। অর্থাৎ, পশ্চিমবঙ্গের (West Bengal) গ্রামাঞ্চলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ছবিটা অত্যন্ত স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Hygienic Toilets

আরো দেখুন