খেলা বিভাগে ফিরে যান

ভোটের দাপট, ভারতের সবচেয়ে জনপ্রিয় দল ইস্টবেঙ্গল

November 8, 2020 | 2 min read

প্রথমদিকে ধরাছোঁয়ারও বাইরে ছিল মোহনবাগান। প্রায় তিনগুণ ভোটে এগিয়ে ছিল গঙ্গাপারের ক্লাব। সেখান থেকে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর মোহনবাগানকে ছাপিয়ে ভারতের জনপ্রিয় ক্লাবের তকমা পেল লাল-হলুদ বাহিনী। ইতিমধ্যে এএফসি আয়োজিত সেই ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে। দেখে নিন ভোটে ইস্টবেঙ্গলের দাপট এবং মোহনবাগান-(Mohun Bagan) সহ বাকি চার দলের স্থান –

ময়দানের বহু পুরনো প্রবাদ। পূর্ণশক্তির ইস্টবেঙ্গলের থেকে খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল অনেক বেশি ভয়ংকর। তা আরও একবার প্রমাণ করল লাল-হলুদ শিবির। (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

ময়দানের বহু পুরনো প্রবাদ। পূর্ণশক্তির ইস্টবেঙ্গলের থেকে খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল অনেক বেশি ভয়ংকর। তা আরও একবার প্রমাণ করল লাল-হলুদ শিবির। (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

ভারতের সবথেকে জনপ্রিয় ফুটবল ক্লাবের দৌড়ে একটা সময় বহু এগিয়ে ছিল মোহনবাগান। সেখান থেকেই জ্বলল মশাল। তাতে ম্লান হয়ে গেল সবুজ-মেরুন শিবির। দিকভ্রষ্ট হয়ে গেল পালতোলা নৌকা। আর ৪৯ শতাংশ ভোট নিয়ে ভারতের সবথেকে জনপ্রিয় ক্লাবের তকমা পেল ইস্টবেঙ্গল। (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

ভারতের সবথেকে জনপ্রিয় ফুটবল ক্লাবের দৌড়ে একটা সময় বহু এগিয়ে ছিল মোহনবাগান। সেখান থেকেই জ্বলল মশাল। তাতে ম্লান হয়ে গেল সবুজ-মেরুন শিবির। দিকভ্রষ্ট হয়ে গেল পালতোলা নৌকা। আর ৪৯ শতাংশ ভোট নিয়ে ভারতের সবথেকে জনপ্রিয় ক্লাবের তকমা পেল ইস্টবেঙ্গল।   (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

ইস্টবেঙ্গলের জিতে যাওয়ার ক্ষত তো আছে। তার সঙ্গে যোগ হল দ্বিতীয় হতে না পারার যন্ত্রণা। ভোটে দ্বিতীয় স্থানও পেল না মোহনাবাগান। (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

ইস্টবেঙ্গলের জিতে যাওয়ার ক্ষত তো আছে। তার সঙ্গে যোগ হল দ্বিতীয় হতে না পারার যন্ত্রণা। ভোটে দ্বিতীয় স্থানও পেল না মোহনাবাগান। (ছবি সৌজন্য ফেসবুক @IndianSuperLeague)

৩০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকল কেরালা ব্লাস্টার্স। (ছবি সৌজন্য ফেসবুক @keralablasters)

৩০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকল কেরালা ব্লাস্টার্স। (ছবি সৌজন্য ফেসবুক @keralablasters)

মাত্র ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে মোহনবাগান। (ছবি সৌজন্য পিটিআই)

মাত্র ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে মোহনবাগান। (ছবি সৌজন্য পিটিআই)

বেঙ্গালুরু এফসি : এএফসির সাইটে বেঙ্গালুরুর প্রাপ্ত ভোটের হার শূন্য দেখানো হচ্ছে। (ছবি সৌজন্য ফেসবুক @bengalurufootballclub)

বেঙ্গালুরু এফসি : এএফসির সাইটে বেঙ্গালুরুর প্রাপ্ত ভোটের হার শূন্য দেখানো হচ্ছে। (ছবি সৌজন্য ফেসবুক @bengalurufootballclub)

এফ সি গোয়া : বেঙ্গালুরুর মতো এফ সি গোয়ারও প্রাপ্ত ভোট শূন্য দেখানো হচ্ছে। (ছবি সৌজন্য ফেসবুক @FCGoaOfficial)

এফ সি গোয়া : বেঙ্গালুরুর মতো এফ সি গোয়ারও প্রাপ্ত ভোট শূন্য দেখানো হচ্ছে। (ছবি সৌজন্য ফেসবুক @FCGoaOfficial)

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal Club

আরো দেখুন