শিবসেনার সাংসদ নিন্দা করলেন দিলীপ ঘোষের অশালীন শব্দ ব্যবহারের
শিবসেনার (Shivsena) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) আজ দিলীপ ঘোষের (Dilip Ghosh) গতকালের একটি বক্তব্যের স্ক্রিনশট দিয়ে ট্যুইট (Tweet) করেন। ট্যুইটে তিনি লেখেন, সভ্য ভাষা এবং ভারতীয় জনতা পার্টির (BJP) কি কখনো সহাবস্থান হবে না? ঐ স্ক্রিনশটে ছিল দিলীপ ঘোষ বলছেন, আমি মমতা দির লোকদের বলবো আগামী ছমাসের মধ্যে শুধরে যেতে। না শুধরোলে আমরা হাত, পা, কোমর ভেঙে দোবো।
গতকাল হলদিয়ার (Haldia) এক জনসভায় (Rally) বক্তব্য রাখছিলেন বঙ্গ বিজেপির (BJP Bengal) সভাপতি (State President) দিলীপ ঘোষ। সেখানে তিনি চিরাচরিত ভঙ্গিতে প্রচুর অপশব্দ, মিথ্যাচার এবং হুমকি (Threat) দিয়ে বক্তব্য রাখেন। তিনি তৃণমূলের (TMC) বিরুদ্ধে অনেক অপমানসূচক মন্তব্য করেন। তিনি বলেন, ২টো জিনিস ছাড়া তৃণমূল হয় না। দুর্নীতি (Corruption) আর গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলি (Central Agencies) তল্লাশি শুরু করতেই হই হই শুরু হয়ে গিয়েছে। রাজ্যে গরু (Cow Smuggling) ও কয়লাপাচারের (Coal Smuggling) সঙ্গে যুক্তরা অধিকাংশ শাসকদলের (Ruling Party) সঙ্গে যুক্ত। সেখানে হাত পড়তে মুখ্যমন্ত্রী (Chief Minister) পর্যন্ত হাহাকার করছেন। এতে বোঝা যায় দলটা কাদের নিয়ে তৈরি।
এছাড়া, তিনি বলেন, কোথায় গেল উমপুনের (Amphan) জন্য দেওয়া টাকা? বীরভূমে (Birbhum) উমপুনের প্রভাব পড়েনি, কিন্তু ওরা কী করে টাকা পায়? দিলীপ ঘোষ বলেন, “আলুর (Potato) দাম এত বেশি কেন? মাঝখানের টাকা (Cut Money) খাচ্ছেন দিদির ভাইরা, ভাগ যাচ্ছে কালীঘাটে (Kalighat)। এরপরই নিউ বারাকপুর (New Barrackpore) থানায় এফআইআর (FIR) দায়ের করেন (MOS Health)) চন্দ্রিমা ভট্টাচার্য।