রাজ্যের ৬ লক্ষ কোভিডযোদ্ধা ভ্যাকসিনে পাবে অগ্রাধিকার
স্বাস্থ্য দপ্তর (Health Department) থেকে ব্লক স্তর (Block Level) পর্যন্ত প্রস্তুতি শুরু হল। রাজ্যের (State) পাঠানো তালিকা (List) অনুযায়ী প্রথম দফায় (First Round) সরকারের ৬ লক্ষ (6 Lacs) কোভিডযোদ্ধাকে (Covid Fighter) ভ্যাকসিন (Vaccine) দেওয়া হবে। দুদফায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড অজয় চক্রবর্তী জানিয়েছেন, তিনটি দেশীয় সংস্থা এই মুহূর্তে ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় পর্যায়ে (Third Stage) পৌঁছেছেন। এদের কোনও একটি থেকেই ভ্যাকসিন দেওয়া হবে। তবে শুধু স্বাস্থ্য (Health Worker) বা, সাফাইকর্মী না, প্রবীণ এবং কো-মর্বিডিটি (Co Morbidity) আছে এমনদের এই তালিকায় রাখা হয়েছে। তবে স্বাস্থ্য অধিকর্তার কথা থেকে স্পষ্ট এই তালিকা আরও দীর্ঘ হবে।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের তালিকা পাঠানোর কাজ শেষ। তবে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে এই তালিকা এখনও অসম্পূর্ণ। দ্রুত নাম পাঠানোর জন্য তাঁদের বলা হয়েছে। রাজ্যের ভ্যাকসিনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, আইসিএমআর (ICMR) কর্তাদের কথায়, করোনা ঠেকাতে ‘কিলড ভ্যাকসিন’(Killed Vaccine) দেওয়া হবে। মিজলজ, মামস, রুবেলা (MMR) প্রতিরোধে যে ধরনের ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলোকেই কিলড ভ্যাকসিন দেওয়া হয়।
এই ভ্যাকসিনের সাইড এফেক্ট (Side Effect) খুব কম। এছাড়া, দীর্ঘসময় এই ভ্যাকসিন সংরক্ষণ করা যায়। ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণের ব্যবস্থা এবং সেই তালিকা স্বাস্থ্য দপ্তরে পাঠাতে বলা হয়েছে। জেলা স্বাস্থ্যকেন্দ্রে নির্দিষ্ট হিমাঙ্কের তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ (Store) করা হবে। পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও ভ্যাকসিন রফাখা হবে। একমাসের টার্গেটে ভ্যাকসিনের সাজ সরঞ্জাম রাখার জন্য স্থান চিহ্নিত করে নভেম্বরের শেষের সপ্তাহের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিতে হবে।