বিনোদন বিভাগে ফিরে যান

ফের বলিউড অভিনেতার আত্মহত্যা, ঘর থেকে মিলল ঝুলন্ত দেহ

November 12, 2020 | < 1 min read

অস্বাভাবিক মৃত্যু হল বলি অভিনেতা আসিফ বসরার (Asif Basra)। বৃহস্পতিবার দুপুরে হিমাচল প্রদেশের ধর্মশালায় এক আবাসন থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।

ধর্মশালার (Dharamshala House)ম্যাকলডগঞ্জে তাঁর একটি বাড়ি রয়েছে। তারই একটি ঘর থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। কী ভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ম্যাকলডগঞ্জে একটি সম্পত্তি তিনি লিজ নিয়েছিলেন। গত ৫ বছর ধরে সেই সম্পত্তির দেখাশোনা করছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #celebrity, #Death, #Himachal Pradesh, #Suicide, #Asif Basra

আরো দেখুন