রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর, অফিস টাইমে হাওড়া, শিয়ালদহে চলবে ১০০ শতাংশ লোকাল

November 12, 2020 | < 1 min read

বুধবারই সাধারণ মানুষের স্বার্থে লোকাল ট্রেন (Local Train) আরও বাড়াতে রেলের কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বৃহস্পতিবার ভবানী ভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে রাজ্য প্রশাসন ও রেল কর্তৃপক্ষ।

বৈঠক শেষে এদিন সাংবাদিকদের সামনে রাজ্যেক মুখ্যসচিব বলেন, ‘‌রেল পরিষেবার সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো নিয়ে পূর্ব রেল ও দক্ষিণ–পূর্ব রেলের সঙ্গে বৈঠক হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর লক্ষ্যে আমরা একযোগে রাজ্যে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি।’‌ একইসঙ্গে রেলের তরফ থেকে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ১০০ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার কথা এদিন জানানো হয়েছে। চলতি সপ্তাহেই এই সুবিধা যাত্রীরা পাবেন বলে জানা গিয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের আধিকারিক জানান,‌ আমরা অফিস টাইমে হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) ডিভিশনে প্রায় ১০০ শতাংশ ট্রেন চালানোর চেষ্টা করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#local train, #Sealdah Station, #Howrah Station

আরো দেখুন