বামেদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, বার্তা লিবারেশন নেতার
তৃণমূল (Trinamool) নয়, এই মুহূর্তে বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ ধরে নিয়ে বাংলায় বামেদের এগোনো উচিত, স্পষ্ট বার্তা দিলেন লিবারেশন গোষ্ঠীর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিহার নির্বাচনে বামেদের চমকপ্রদ ফলাফলের পর বাংলার বাম দলগুলিও এখন বেশ ‘চার্জড’। বিহার ভোটে মাত্র ২৯টি আসনে প্রার্থী দিয়ে ১৬টিতে জয় ছিনিয়ে এনেছে তারা। ১৯টি আসনে লড়ে ১২টিতে জয়ী হয়েছে সিপিআইএমএল (লিবারেশন) ( CPI (ML)। সিপিআই এবং সিপিএম পেয়েছে দু’টি করে আসন। এই পরিস্থিতিতে শীর্ষ বাম নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বিহার ভোটের একটা বড় প্রভাব পড়তে পারে বাংলায়। কাকে নিশানা করা হবে, তা ঠিক করতে হবে বামেদের। তৃণমূল নয়, বামেদের প্রধান প্রতিপক্ষ হওয়া উচিত বিজেপি।
বিজেপির ‘বঙ্গ অভিযান ঠেকাতে’ এবং মমতা সরকারকে গদিচ্যুত করতে ইতিমধ্যেই কংগ্রেসের (Congress) সঙ্গে জোট বেঁধে নির্বাচনের ময়দানে নামার কথা ভাবছে বামেরা। সে ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি– দু’টি দলকেই শত্রু মনে করে নির্বাচনে এগোলে কি বামেদের সুবিধে হবে? নাকি লিবারেশনের নেতার সঙ্গে একমত হয়ে ভোট–যুদ্ধে নামবে তারা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
গত লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর একুশের ভোটকে রীতিমতো পাখির চোখ করে এগোতে শুরু করেছে বিজেপি (BJP)। সম্প্রতি বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, গত লোকসভা নির্বাচনে যেসব বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদেরকে এবার দলে টানার চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বিহারের বাম নেতা ঠিকই বলেছেন। বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ ধরে এগোনো উচিত বামেদের। রাজ্যে বামেরা শক্তিশালী হলে ভাল।’