জীবনশৈলী বিভাগে ফিরে যান

দীপাবলির রঙিন মোমবাতি বানিয়ে ফেলুন বাড়িতেই

November 12, 2020 | < 1 min read

সামনেই আলোর উৎসব৷ এ সময়টায় গোটা বাড়ি আলোয় সাজিয়ে তোলেন সকলেই৷ বৈদ্যুতিন আলোর পাশাপাশি মোমবাতির সাজেও সেজে ওঠে ঘরদোর৷ সেই আলোর সাজের ব্যবস্থা করতেই লেগে যায় কেনাকাটার ধূম৷ এ মরসুমে তাই মোমবাতির দামও থাকে যথেষ্ট বেশি৷ 

এ বার কালীপুজোর মরসুমে যদি গোটা বাড়ি সাজিয়ে ফেলতে পারেন নিজের তৈরি আলোতেই? বাড়ির মানুষগুলোর তাক লেগে যাবে। আর তা সম্ভব সহজ কিছু ঘরোয়া পদ্ধতি আর সামান্য খরচেই। 

রঙিন মোমবাতি নিজে হাতে তৈরি করতে প্রথমেই সরু সাদা রঙের পুরনো মোমবাতি জোগাড় করে ফেলুন৷ আর চাই কিছু পুরনো মোম রং৷ মোমের সঙ্গে সেই রং মিশিয়েই আপনিই এর পর তৈরি করে ফেলবেন পছন্দমতো রঙিন মোমবাতি৷

কী কী করতে হবে

  • যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই আকারের পাত্র নিতে হবে৷ এ ছাড়া মোমবাতি তৈরির জন্য প্রয়োজন জলের৷ 
  • পুরনো মোমবাতি এবং মোম রংগুলিকে প্রথমে ভেঙে একসঙ্গে একটি পাত্রে জড়ো করতে হবে৷
  • আলাদা একটি পাত্রে জল নিয়ে গ্যাসে গরমে বসান৷
  • পুরানো মোমবাতি এবং মোম রংগুলি একসঙ্গে একটি পাত্রে জড়ো করুন
  • ফুটন্ত জলের মধ্যে মোম এবং মোম রং-সহ পাত্রটি বসাতে হবে৷ মোমগুলি গলে তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷
  • যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন৷ একটু মোটা সাদা সুতো নিন৷ ওই পাত্রের মধ্যে সুতো রাখুন৷ গরম থাকতে থাকতে এ বার সেই পাত্রের ভিতর গরম ও তরল মোম ঢেলে দিতে হবে৷
  • তরল মোম জমতে কিছুটা সময় দিতে হবে৷ মোম জমে গেলে, তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন৷
  • পছন্দের আকারে রঙিন মোমবাতি রেডি!
TwitterFacebookWhatsAppEmailShare

#candle

আরো দেখুন