সবার জন্য বাড়ি, মাইকিং করে ফর্ম বিলি দিনহাটা পুরসভার
শহরে মাইকিং করে সবার জন্য বাড়ি প্রকল্পে ফর্ম বিলি শুরু করল দিনহাটা পুরসভা (Dinhata Municipality)। বুধবার দিনহাটা পুরসভার সামনে ওই প্রকল্পে ঘরের ফর্ম তোলার জন্য লম্বা লাইন পড়ে যায়। যদিও ২০২১’র বিধানসভা ভোটের আগে এভাবে ঘরের জন্য পুরসভা থেকে মাইকে প্রচার চালিয়ে ফর্ম বিলিকে নির্বাচনের আগে নতুন চমক বলে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের দাবি, আগেও পুরসভা থেকে ওই প্রকল্পে ঘর দেওয়া হয়েছে। তখন চুপিসারে তা বিলি করা হয়েছিল। তাহলে এখন কেন মাইকিং করে ফর্ম দেওয়া হচ্ছে। তবে কি পুরসভার স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে অভিনব এই উদ্যোগ।
মঙ্গলবার দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করে ফর্ম তোলার জন্য বাসিন্দাদের জানানো হয়। এদিনও ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা হয়। যাঁরা ঘর পেতে ইচ্ছুক, তাঁরা এদিন সকাল ১১টা থেকে পুরসভা থেকে ফর্ম সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে পড়েন। দু’দিন ধরে মাইকিংয়ের ফলে পুর এলাকার ১৬টি ওয়ার্ডের শতাধিক মানুষ এদিন ফর্ম তোলার জন্য পুরভবনে এসে ভিড় জমান।
শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি কর্মকার বলেন, মঙ্গলবার পুরসভা মাইকিং করে ঘরের জন্য ফর্ম সংগ্রহ করতে বলে। সেটা শুনেই এদিন ফর্ম তোলার জন্য ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে লাইনে দাঁড়াই। ফর্ম পেয়েছি, এখন ফিলআপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা জমা দেব। গৌরাঙ্গ সাহা, জীবন ভৌমিক বলেন, আমরা এখনও সরকারি প্রকল্পে ঘর পাইনি। পুরসভার প্রচার শুনে এখানে এসে লাইনে দাঁড়াই। এরআগে পাড়ার অনেকে ঘর পেয়েছেন। আমরা ওই সময়ে কিছুই জানতাম না। তাই তখন ফর্ম তুলতে পারিনি। দেখা যাক, এবার পাই কি না। পুরসভা যেভাবে ফর্ম দেওয়ার জন্য মাইকিং করেছে তা অবশ্যই প্রশংসনীয়।
দিনহাটা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বলেন, সবার জন্য বাড়ি প্রকল্পে (Sobar jonyo Bari Prokolpo) ২৯০০ ঘরের মধ্যে আগেই ২৩০০ ঘর আমরা বিলি করেছি। বাকি ঘর বিলির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। আগেও স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে, এখনও হচ্ছে। বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই, তাই ওরা ওসব বলবেই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সবার জন্য বাড়ি প্রকল্পে ৬০০টি ঘর এবার দেওয়া হবে। শহরের ১৬টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ওই বাড়ি দেওয়া হবে। দিনহাটা পুরসভা ওই প্রকল্পে মোট ২৯০০ ঘর তৈরির অনুমোদন পেয়েছিল। তারমধ্যে আগেই ২৩০০টি ঘর বাসিন্দাদের মধ্যে বিলি করা হয়েছে। বাকি থাকা ঘরের জন্য ফের ফর্ম বিলি শুরু হয়েছে। ওই প্রকল্পে একটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা