করোনা আবহেও রূপশ্রী প্রকল্পে ৩০০ কোটি রাজ্যের
করোনা (Coronavirus) মহামারীর জেরে রাজ্যের কোষাগারে ভাঁড়ে মা ভবানী অবস্থা। প্রতি মাসে চিকিৎসা খাতে জলের মতো অর্থ ব্যয় হচ্ছে। তবুও দুঃস্থ মেয়েদের বিয়ে দিতে সরকারি প্রকল্প রূপশ্রী নিয়ে বিন্দুমাত্র কার্পণ্য করেনি রাজ্য সরকার। দেড় লক্ষ টাকা বার্ষিক আয় এমন পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়েতে ২৫ হাজার টাকা দেওয়া হয়। সেই প্রকল্পে চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৩০০কোটি টাকা অনুমোদন দিল রাজ্য। প্রায় এক লক্ষ ১৭ হাজার আবেদনের অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই উদ্যোগ যেমন স্বস্তি দিচ্ছে দুঃস্থ পরিবারের মানুষকে, তেমনই আবেদনের বহরও বাড়ছে। সামনেই বিয়ের মরশুম। লকডাউনে আটকে থাকা বিয়ে এই সময় হচ্ছে। তাই প্রতি জেলাতেই ভূরি ভূরি আবেদন জমা পড়ছে। যাতে সময় মতো উপযুক্ত আবেদনকারী অর্থ পান, সে বিষয়ে বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরেই রূপশ্রীতে আবেদনের সংখ্যা দেড় লক্ষ ছুঁই ছুঁই।
রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) পশ্চিম বর্ধমানের ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ পণ্ডিত বলেন, আগের বিয়ের মরশুমে করোনার প্রভাবে অনেক বিয়ে পিছিয়ে গিয়েছিল। সামনেই বিয়ের মরশুম, তাই এই সময়ে প্রচুর সংখ্যায় আবেদন জমা পড়ছে। সরকারি নির্দেশে আমরা দ্রুত তদন্ত শেষ করে যোগ্য আবেদনকারীদের অনুমোদন দিচ্ছি। বহু দুঃস্থ পরিবার এতে ভীষণভাবে উপকৃত হচ্ছে।