← কলকাতা বিভাগে ফিরে যান
দীপাবলির রাতে কলকাতার এমন আকাশ দেখা যায়নি বহু বছর
এবার দীপাবলিতে শব্দবাজি রুখতে ব্যাপক অভিযান চালিয়েছে কলকাতা পুলিস। আর তার ফল মিলল হাতেনাতে।
অন্যান্যবারের তুলনায় এবার দীপাবলির রাতে কলকাতার আকাশ ছিল অনেকটাই স্বচ্ছ। ধোঁয়াশা নেই।
রাজ্য সরকারের তরফে আগেই আবেদন করা হয়েছিল, শব্দবাজি ফাটানো যাবে না। অন্যান্য বাজিও না পোড়ানোর আবেদন করা হয়।
কলকাতার পাশাপাশি রাজ্যের যেসব জায়গায় বাজি তৈরি হয় সেখানেও অভিযান চালায় পুলিস। ফলে শব্দবাজির ব্যবহার এক ধাক্কায় কমছে অনেকটাই।
দিল্লির সঙ্গে তুলনা নয়, দীপবলিতে কলকতার আকাশ ভরে যেত ধোঁয়াশায়। ঠান্ডায় ভারী বাতাসের কারণে তা ঝুলে থাকত বাড়িঘরের মাথার ওপরেই।
দোকানে দোকানে অভিযান তো বটেই। অটো চড়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছে পুলিস। লক্ষ্য বাজি বিক্রি ধরা।