রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা, কেওড়াতলায় শেষকৃত্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের
বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র নক্ষত্রপতন। আজ, রবিবার বেলা ১২.১৫ মিনিটে প্রয়াত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যে বেলেভিউ ক্লিনিকে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা পৌলোমী । এদিন দুপুর ২টো নাগাদ বেলেভিউ থেকে ছাড়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পার্থিব শরীর। সেখান থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁকে, এরপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে কিংবদন্তী শিল্পীর মরদেহ। সেখানে সৌমিত্রর দীর্ঘদিনের সহকর্মী, অনুজ শিল্পী, টেকনিশিয়ানরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর সুযোগ পাবেন। দুপুর ৩.৩০-এর মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে অভিনেতার অগুনতি অনুরাগীরা সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। ২ ঘন্টা সেখানে রাখা থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ, জানান পৌলোমী (Poulami Chatterjee) ।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাড়ে পাঁচটা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) দেহ নিয়ে রওনা দেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সন্ধ্যা ৬.১৫-৬.৩০ মধ্যে গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।