‘বাবা ভালো নেই’, কান্নায় ভেঙে পড়লেন সৌমিত্র কন্যা
‘বাবা ভালো নেই’, সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন সৌমিত্র কন্যা পৌলমী বোস (Poulami Chatterjee) । কাল রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে সৌমিত্রের। আজ দ্রুততর হয় তা। একের পর এক সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন আগামী ১২ থেকে ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কার্যত মিরাকেলের ওপরেই ছেড়ে দিয়েছেন তাঁরা।
চিকিৎসকরা বলেছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। পরিস্থিতি চিকিৎসকদের প্রায় হাতের বাইরে। চিকিৎসকরা ‘মিরাকল’-এর কথাই বলেছেন। বর্ষীয়ান অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কিনা এ বিষয়ে এখনও মুখ খোলেনি হাসপাতাল।
মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। নানাভাবে সাপোর্ট দিয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরা। ডাঃ অরিন্দম কর আগেই জানিয়েছিলেন, “বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।” শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১০০% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না। পরিবারের লোকদের ডেকে পাঠানো হয়। বাবাকে দেখতে আসেন পৌলমী। শারীরিক অবস্থা দেখে কাঁদতে কাঁদতে হাসপাতাল ছাড়লেন তিনি।