বিনোদন বিভাগে ফিরে যান

শেষ দেখা, অপুকে স্মরণ অমিতাভের

November 16, 2020 | 2 min read

আরব সাগরের হাওয়া কোনওদিনই তাঁর গায়ে লাগেনি। মায়ানগরী থেকে বহুবার ডাক এসেছে তবে তিলোত্তমার টান তাঁকে এক অদ্ভূত মায়ার বাঁধনে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণরকমভাবে বাংলার, তিনি পুরোদস্তুর বাঙালি। তবে বাংলা চলচ্চিত্র তাঁর হাত ধরে বিশ্বের দরবাবে পৌঁছে গিয়েছে। অপুর সংসার তো বিশ্ব চলচ্চিত্রে সম্পদ। সৌমিত্রর প্রয়াণে মনভার বাংলার। ভারাক্রান্ত তিলোত্তমার আকাশ-বাতাস। 

সৌমিত্র (Soumitra Chatterjee) প্রয়াণে শোকবার্তা এসেছে দেশ-বিদেশ থেকে। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি- সকলেই স্মরণ করে নিয়েছেন এই কিংবদন্তীকে। রবিবার গভীর রাতে টুইট বার্তায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে টুইট বার্তায় শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় চলচ্চিত্রের লিভিং লেজেন্ড, শাহেনশা অমিতাভ বচ্চন। 

টুইটারের (Twitter) দেওয়ালে মেগাস্টার লেখেন- সৌমিত্র চট্টোপাধ্যায়… একজন আইকনিক লেজেন্ড… ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মহীরূহ.. আজ চলে গেলেন… একজন বিশুদ্ধ মনের মানুষ, তাঁর প্রতিভা অবিস্মরণীয়….শেষবার ওঁনার সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত IFFI (আদতে KIFF) -তে.. প্রার্থনা করি’। 

২০১৮ সালে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবার দেখা হয়েছিল এই দুই কিংবদন্তীর। সেই অনুষ্ঠানের একটি ছবি যোগ করেই এই বার্তা পোস্ট করলেন অমিতাভ। গত বছর শারীরিক অসুস্থতার জন্য ছবি উত্সবে শামিল হতে পারেননি অমিতাভ। তাই বার্ষিক সৌজন্য বিনিময়ের সুযোগ হাতছাড়া হয়ে যায়। 

জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ অমিতাভ। সৌমিত্রর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে লীলাবতি হাসপাতালের চিকিত্সকদের মারফত বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবরও নিয়েছিলেন বিগ বি (Amitabh Bachchan )। 

গত ৫ অক্টোবর করোনা আক্রান্ত হন সৌমিত্র। পরদিন তাঁকে ভর্তি করা হয় বেলেভিউ হাসপাতালে। চল্লিশ দিনের লড়াইয়ে ইতি টেনে রবিবার, দুপুর ১২.১৫ মিনিটে প্রয়াত হলেন ৮৫ বছর বয়সী এই অভিনেতা। 

অমিতাভারে পাশাপাশি সৌমিত্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনিল কাপুর,পরেশ রাওয়াল, ওনির, রিচা চড্ডা, শাবানা আজমি- সহ বলিউডের বহু ব্যক্তিত্ব। 

TwitterFacebookWhatsAppEmailShare

#amitabh bachchan, #Soumitra Chatterjee

আরো দেখুন