পর্যটকদের জন্য বাউল, গাজন পরিবেশনের অভিনব উদ্যোগ রাজ্যের
সুন্দরবনের পর্যটন শিল্পকে পর্যটকদের কাছে আরও আর্কষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার (State Government)। পর্যটনদপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবার পর্যটকরা উপভোগ করতে পারবেন গ্রামবাংলার মাটির সুর আর বিভিন্ন লোক সংস্কৃতির অনুষ্ঠান। শনিবার কালীপুজার দিন থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ পর্যটকদের জন্য বকখালি সরকারি টুরিস্ট লজে শুরু হল লোক প্রসার প্রকল্পের লোক শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সুমদ্র সৈকতের সৌন্দর্যের পাশাপাশি সন্ধ্যাকালীন এই সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটকদের কাছে যেন এক বাড়তি আকর্ষণ। বেড়াতে এসে শেকড়ের টানে, মাটির গান মন কাড়ছে পর্যটকদের। প্রতি সপ্তাহে তিনদিন ধরে চলবে এই ধরনের অনুষ্ঠান। করোনার স্বাস্থ্যবিধি মেনেই খোলা আকাশের নীচে চলছে এই অনুষ্ঠান। এধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি লোকশিল্পীরাও।
এছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্রে (West Bengal Tourism) সরকারি হোটেল কিংবা লজে এই ধরনের অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। বাউল গান, গাজন কিংবা বনবিবির পালা ইত্যাদি পরিবেশিত হবে পর্যটকদের সামনে। জেলা প্রশাসনের মধ্যে এসব লোক ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার মুখে। নতুন করে সেগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরলে এর জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনই বহু শহরে মানুষ এসবের ব্যাপারে অবহিত হবেন।