রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর

November 16, 2020 | < 1 min read

করোনা আক্রান্ত হলেন পটাশপুরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর করোনা (Covid 19) আক্রান্ত হলেন।ফলে শাসক দলের আরো এক বিধায়ক এই ভাইরাসে আক্রান্ত ।

পটাশপুরের বিধায়ক এর পরিবার সুত্রে জানা গেছে গত পরশু দিন জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জ্যোতির্ময় কর (jyotirmoy kar) । এর পরেই পরীক্ষা করান তিনি । মৃদু করোনা সংক্রমন ধরা পড়ে তাঁর।এর পরেই তাঁকে রবিবার চন্ডীপুরে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বিধায়কের পরিবারের সদস্যদের অবশ্য করোনা সংক্রমন হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #jyotirmoy kar

আরো দেখুন