রক্তদান বাড়াতে প্রচার করবে রাজ্য সরকার
রাজ্য স্বাস্থ্য দপ্তর স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি সংস্থাদের আর্জি জানাবে আরও বেশি সংখ্যক রক্তদান শিবির আয়োজন করার। জেলার স্বাস্থ্য আধিকারিকরা এই উদ্যোগকে কীভাবে আরও সফল করা যায়, সেজন্য পরিকল্পনা করবেন। করোনার ফলে রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন খুব কমে গেছে। পাশাপাশি প্রতি শিবিরে রক্তদাতার সংখ্যাও কমেছে। সেজন্য স্বাস্থ্য দপ্তর এবারে সেই ঘাটতি মেটাতে উদ্যোগ নিয়েছে।
এর আগে প্রতি শিবির থেকে প্রায় ১৫০ ইউনিট রক্ত পাওয়া যেত। বর্তমানে সেই পরিমাণ কমে ৩০-৩৫ ইউনিটে এসে দাঁড়িয়েছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা (Health Workers)। পলিশ আধিকারিকদের থেকে যে রক্ত পাওয়া যায়, তাও দৈনিক চাহিদা মেটাতে পারছে না রক্তের। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিউকোমিয়া, থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়ার মত চিকিৎসা এবং অস্ত্রোপচার।
রাজ্যে দৈনিক প্রায় ৫ হাজার ইউনিট রক্তের প্রয়োজন থাকে। প্রতি বছর রাজ্যের প্রয়োজন হয় ১৫ লক্ষ ইউনিট রক্ত। রাজ্যে এই মুহূর্তে ৮৪টি রাজ্য সরকারের, ৩৫টি বেসরকারি এবং ১৫টি কেন্দ্র সরকারের ব্লাড ব্যাঙ্ক (Blood Bank) আছে।