দেশ বিভাগে ফিরে যান

‘রাষ্ট্রদ্রোহী’ সৌমিত্রের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী

November 17, 2020 | < 1 min read

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chattopadhyay) মৃত্যুতে শোকাহত সিনেমা মহল তথা গোটা দেশ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বরা, সিনেমা জগতের লোকজন সবাই এই বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন। তাতে বাদ যাননি প্রধানমন্ত্রীও। যা অত্যন্ত স্বাভাবিক। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সমগ্র দেশের সম্পদ। কিন্তু প্রধানমন্ত্রীর এই শোকবার্তা মোটেই সহজ ভাবে নেননি নেটিজেনরা। কারণ ২০১৯ সালে সিএএ (CAA) নিয়ে যখন সারা দেশ উত্তাল তখন দেশের মানুষের স্বার্থে এই বিল পাশ না করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল বুদ্ধিজীবী মহল। তার মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, মণিরত্নমরা। প্রধানমন্ত্রী এবং বিজেপি দল এই চিঠির তীব্র বিরোধিতা করে এবং এখানেই শেষ নয় দেশের এই ‘লিভিং লেজেন্ডদের’ রাষ্ট্রদ্রোহীর আখ্যা দেয়। এখন যখন তাঁরই মৃত্যুতে প্রধানমন্ত্রীর এই শোক নিতান্তই কি নাটকীয় নয়!

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee, #Narendra Modi

আরো দেখুন