২৫ তারিখে বাঁকুড়ায় জনসভা মুখ্যমন্ত্রীর
গত সপ্তাহ থেকেই বাংলার সংবাদমাধ্যমে বারবার উঠে আসছে বাঁকুড়ার নাম। কারণ রাজনীতি এবং আদিবাসীদের ভগবানতুল্য বিরসা মুন্ডার প্রতি বিজেপির অসম্মান। এবার সেই অপমানকে হাতিয়ার করে আগামী ভোটের প্রচার করতে ২৫শে নভেম্বর বাঁকুড়ায় জনসভার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে বাঙালির মনে জায়গা করে নিতে যার পর নাই মরিয়া নাগপুর কেন্দ্রিক কেন্দ্রীয় বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের বাংলার ‘ট্র্যাভেল থিম’ ছিল আদিবাসী সংস্কৃতি। আদিবাসী সংস্কৃতি বিরসা মুন্ডা ছাড়া অসম্পূর্ন। সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রী মালাও পড়িয়েছেন বিরসা মুন্ডার মূর্তিতে। কিন্তু সে মূর্তি আদপেও বিরসা মুন্ডার মূর্তিই নয়। মূর্তিটি আদতে এক আদিবাসী শিকারির।
এতো কাণ্ডের পর সাংবাদিকরা যখন বিজেপির রাজ্য সভাপতির কাছে এই ভুল কেন হল জানতে চাইলেন তখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, “আমরা বিরসা মুন্ডার মূর্তি ভেবেই মাল্যদান করেছি। যদি সেটা বিরসা মুন্ডার মূর্তি নাও হয়। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) ঘোষণার পর থেকে ওটা বিরসা মুন্ডার মূর্তিই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন সেটাই মানতে হবে।”
সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার মূর্তি প্রসঙ্গে রাস্তায় নামতে দেখা যায় তৃণমূল (Trinamool) ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের কর্মীদের। সোমবার পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার নেতৃত্বে পুয়াবাগানে যান তৃণমূল নেতাদের একাংশ ও আদিবাসী সংগঠনগুলির কর্মীরা। এ দিন তাঁরা ওই এলাকায় (তাঁদের দাবিমতো) শিকারির মূর্তির পাশেই বিরসার বিশালাকার এক মূর্তি স্থাপনের জন্য স্থান নির্বাচন করেন। সেখানে তাঁদের দাবি, শিকারির মূর্তিকে মালা দিয়ে আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডাকে আসলে অসম্মান করেছে বিজেপি (BJP)। তাই বিরসার মূর্তি আসলে কেমন, তা বিজেপি নেতাদের দেখানোর জন্য ওখানে প্রকৃত মূর্তি স্থাপনের উদ্যোগ।
আদিবাসী বিকাশ পরিষদের নেতা সুনীল মান্ডি বলছেন, আদিবাসী সমাজের মানুষজন বিরসা মুন্ডাকে ‘ভগবান’হিসেবে পুজো করেন। তাঁকে অপমানের জন্য ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে। প্রয়োজনে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা সনগিরি হেমব্রম বলছেন, “ওই পুয়াবাগানের ওই মূর্তি বিরসা মুন্ডার নয়। জোর করে কেন ওই মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি করছে বিজেপি, তা বুঝে উঠতে পারছি না।’ আদিবাসীদের ভগবানস্বরূপ নেতার অপমান সহ্য করব না, হুঁশিয়ারি দিয়েছে এজেলার আদিবাসী মানুষজনও। এরপরই আগামী ২৫ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় জনসভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।