বিনোদন বিভাগে ফিরে যান

এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অপুর সংসার

November 20, 2020 | < 1 min read

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসছে আগামী বছর জানুয়ারি মাসে। তার আগেই টলিউডে ইন্দ্রপতন— প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফলে চলচ্চিত্র উৎসবের অনেকটা অংশই তাঁর কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে। আসন্ন উৎসবের চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ নন্দনে একটি দীর্ঘ বৈঠক করেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও ইন্দ্রনীল সেন ছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ইম্পা ও আর্টিস্টস ফোরামের তরফে উপস্থিত ছিলেন যথাক্রমে পিয়া সেনগুপ্ত ও শঙ্কর চক্রবর্তী। বৈঠকে বেশকিছু প্রস্তাব আনা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

উৎসবের উদ্বোধনী ছবি নিয়ে প্রতি বছরই সিনেপ্রেমীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। উদ্বোধনী ছবি হিসেবে সৌমিত্রবাবুর (Soumitra Chatterjee) কেরিয়ারের শেষের দিকের ছবি ‘সাঁঝবাতি’র কথাও ভেসে এসেছিল। তবে আজ, শুক্রবার সিনেমা হলে ছবিটি রি-রিলিজ করায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। তবে, উদ্বোধনী ছবি হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবিই দেখানো হবে, তা একপ্রকার নিশ্চিত। সূত্রের মতে, তিনটি ছবির নাম প্রস্তাব করা হয়েছে যার মধ্যে ‘অপুর সংসার’ (Apur Sansar) ছবিটির দিকেই পাল্লা ভারী। প্রয়াণের আগেই নিজের বায়োপিকের শ্যুটিং শেষ করেছিলেন সৌমিত্র। পরমব্রত পরিচালিত সেই ছবি (অভিযান) উৎসবে দেখানোর তোড়জোড় শুরু হয়েছে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত শেষ করতে পারলে উৎসবে দেখানো হবে ‘অভিযান’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Apur Sansar, #Kolkata Film Festival

আরো দেখুন