উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

স্বচ্ছতা পুরস্কার পেল কোচবিহার

November 20, 2020 | < 1 min read

স্বচ্ছতারক্ষার কারণে কোচবিহারকে (Coochbehar) ‘স্বচ্ছতা পুরস্কার’ (Swachhta Puraskar 2020) দিল কেন্দ্র। এ বছর এই পুরস্কার প্রাপ্তির তালিকায় রয়েছে ২০ টি জেলা।

পশ্চিমবঙ্গ থেকে রয়েছে কোচবিহার। বৃহস্পতিবার বিশ্ব শৌচালয় দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে এই পুরস্কার দেয় জলশক্তি মন্ত্রক (Ministry of Water Resources)। পুরস্কার দিতে গিয়ে বলা হয়েছে মুক্ত শৌচ রোধে পদক্ষেপ নেওয়ার জন্য পুরস্কৃত করা হল জেলাগুলিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swachhta Puraskar 2020, #Coochbehar

আরো দেখুন