দেবীকে এখানে মেয়েরা নয় বরণ করেন শাড়ি পরিহিত পুরুষরা
মূলত হুগলি আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হলেও এখন সারা রাজ্য জুড়েই জগদ্ধাত্রীর আরাধনা চলে। বিদায় পর্বে চলে মাকে বরণ করে নেওয়ার পালা। সেই ভাবেই সর্বত্র চলছে বরণ পর্ব। সিঁদুর খেলা। তবে হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা সার্বজনীনের এই পুজোয় বরণ পর্ব খানিক আলাদা। বলা ভাল এমনটা আপনি আগে শোনেননি। ভদ্রেশ্বরের এই পুজো এবার ২২৮ তম বর্ষে পা রাখল। নিয়ম মেনে চারদিন পুজো হলেও বরণে রয়েছে চমক। এখানে মহিলারা নন, শাড়ি পরে মাকে বরণ করেন ছেলেরা।
রীতিমতো সিঁদুর পরিয়ে, উলুধ্বনি দিয়ে, আলতা-পানে হয় মায়ের বরণ। বরণের পর ছেলেরা নিজেদের মধ্যেও সিঁদুর খেলেন। দশমীর দিন বিকেল থেকে শুরু হয় এই পর্ব। কিন্তু এমন নিয়ম কেন? এলাকার প্রবীণদের মতে প্রতিমার উচ্চতাই এর প্রধান কারণ। এমনিতেই চন্দননগরের জগদ্ধাত্রী (jagaddhatri puja) প্রতিমা বেশ বড় হয়। টুল নিয়েও মহিলারা তার নাগাল পান না। সেকারণেই টুলের উপর চেপে বছরের পর বছর ধরে ছেলেরা বরণের গুরুদায়িত্ব সামলাচ্ছেন। ছেলেদের বরণের পর তাঁরাই মেয়েদের নিয়ে আবার মাতেন সিঁদুর খেলায়।