করোনা আবহে এবার আইএসএল হবে একটু অন্যরকম
আইপিএল (IPL) এর মতোই আইএসএলেও কৃত্রিম শব্দব্রহ্ম তৈরি করা হচ্ছে। সারা মাঠ জুড়ে থাকবে সেই বাতাবরণ। দর্শক না থেকেও ফাঁকা স্টেডিয়ামে টানটান ম্যাচ যাতে ম্যাড়মেড়ে না মনে হয় তাই ফুটবলারদের স্বার্থে এমন ব্যবস্থা।
#ফ্যান ওয়াল: লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এবার আইএসএলে (ISL) স্টেডিয়ামে ফ্যান ওয়াল তৈরি করা হচ্ছে। যেখানে সর্মথকরা সরাসরি লাইভে আসার সুযোগ পাবেন। স্টেডিয়ামে থাকবে দুটো এলইডি স্ক্রিন (LED Screen) । আর সেখানেই তৈরি হবে এই ফ্যান ওয়াল। যেখানে সর্মথকরা ফুটবলারদের কাছাকাছি পৌঁছতে পারবেন।
#১১ দলের সুপার লিগ: ২০২০-২১ মরসুম থেকে আইএসএলে বাড়ল দলসংখ্যা। এবারের আইএসএল হবে এগারো দলের। এবারের ISL-এ অংশগ্রহণকারী দলগুলি হল- ১.এটিকে মোহনবাগান
২.এসসি ইস্টবেঙ্গল
৩.বেঙ্গালুরু এফসি
৪.কেরালা ব্লাস্টার্স
৫.এফসি গোয়া
৬.মুম্বই সিটি এফসি
৭.জামশেদপুর এফসি
৮.চেন্নাইয়ন এফসি
৯.নর্থ ইস্ট ইউনাইটেড এফসি
১০.ওড়িশা এফসি
১১.হায়দরাবাদ এফসি
#১১৫ ম্যাচ : দলসংখ্যা বাড়ায় আইএসএলের ম্যাচ সংখ্যাও বাড়ছে এবারে। এবছর আইএসএলে মোট ম্যাচ সংখ্যা-১১৫।প্রত্যেক দলই রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। লিগ শেষে পয়েন্ট টেবিলের প্রথম চার দল পৌঁছবে সেমি ফাইনালে।
#জৈব সুরক্ষা বলয়: গোয়ায় আইএসএল চলাকালীন ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ থেকে ম্যানেজম্যান্ট, এমনকি আয়োজকদের প্রত্যেককেই থাকতে হবে সুনির্দিষ্ট জৈব সুরক্ষা বলয়ে।