দেড় মাস আগে দেওয়া চাকরির প্রতিশ্রুতি পূরণ মমতার
পশ্চিম মেদিনীপুরের সভা থেকে হাতির আক্রমণে মৃতদের আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি মৃতের পরিবারের একজনকে হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো নিয়োগপত্র মিলেছিল আগেই। এবার চাকরিতে যোগ দিলেন হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার দেড় মাসের মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ। ২০ নভেম্বর বিবৃতি জারি করে জানানো হয়েছে, বন দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় ৪৩৪ জনের নাম মিলেছে। ৪৩৪ জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি থেকে। জেলার ৯৬ জন চাকরি পাচ্ছেন।
প্রসঙ্গত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় প্রায়শই তাণ্ডব চালায় দাঁতাল বাহিনী। কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে তনছন করে দেয় বাজার-হাট। কখনও হামলা করে বাড়িতে। সাধারণ মানুষও রেহাই পায় না দাঁতাল বাহিনীর রোষানল থেকে। ফলে হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। সেই কথা বিবেচনা করেই ৬ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, পশ্চিম মেদিনীপুরেও ঘটে। সেই কারণে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতের পরিবারের একজন চাকরিও পাবেন হোমগার্ড পদে।’ এবার সেই কথাই রাখলেন তিনি।