← কলকাতা বিভাগে ফিরে যান
ইউনিসেফের নীল সাদা আলোয় আলোকিত কলকাতা
গতকাল শুক্রবার বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে কলকাতা প্রেস ক্লাবে ইউনিসেফের চোখ ধাঁধানো নীল আলোয় উৎসবের মেজাজ (ছবি সংগৃহীত)
শীতের আমেজে রাতের চেহারা পালটে অপরূপ নীল আলোয় ঢেকেছে উদ্যান (ছবি সংগৃহীত)
খেলার মাঠে শোভিত আলোকসজ্জা (ছবি সংগৃহীত)
প্রেস ক্লাবের প্রবেশ পথে নীল উজ্জ্বল আলো (ছবি সংগৃহীত)
প্রেস ক্লাবের খেলার মাঠটি নীল আলোতে যেন দিনের চেহারা নিয়েছে (ছবি সংগৃহীত)
আলোতে বাহারি ফুল গাছে, পুরাতন দোলনার তলায় সবুজ ঘাসগুলোও সমান উজ্জ্বল (ছবি সংগৃহীত)
অন্ধকার ভেদ করে আলো পড়েছে মাঠে (ছবি সংগৃহীত)
একদিকে সামাজিক দূরত্ব ও অপরদিকে আলোর রোশনাই, প্রেস ক্লাবের প্রবেশ দ্বার নতুন করে জেগে উঠেছিল রাতে (ছবি সংগৃহীত)
রাতের রূপসী প্রেসক্লাবে জমিয়ে আড্ডার মেজাজ (ছবি সংগৃহীত)