কলকাতা বিভাগে ফিরে যান

বৈশাখী বাদ তাই গোঁসা? বিজেপির বিজয়া সম্মিলনীতে গেলেন না শোভন?

November 22, 2020 | < 1 min read

রবিবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপি আয়োজিত বিজয়া সম্মিলনীতে নাকি যাননি শোভন চট্টোপাধ্যায়? রবিবার সকালে শোভন বলেন, ‘‘আমি ওই অনুষ্ঠানে যাচ্ছি না। আমাদের মধ্যে বিভাজন তৈরি করে লাভ নেই।’’

বিজয়া সম্মলিনীর এই অনুষ্ঠানে নিমন্ত্রণ ঘিরেই বিজেপির একাংশের নেতাদের সঙ্গে নতুন করে ‘মনকষাকষি’ শুরু হয়েছিল শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। বিজেপির সাংস্কৃতিক সেল যে অনুষ্ঠান করছে, সেখানে শোভনকে ফোন করে নিমন্ত্রণ করা হলেও বৈশাখীকে নিমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছিলেন শোভন, বৈশাখী দু’জনেই।

শুক্রবার গোলপার্কের (Golpark) কাছে শোভন-বৈশাখীর আস্তানায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ কয়েক জন নেতা রাতভর বৈঠক করেন। যে বৈঠক ‘ফলপ্রসূ’ হয়। কিন্তু, সকালে বিজেপি-র তরফ থেকে বৈশাখীকে ফোন করে জানানো হয়, রবিবারের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে শোভনকে উপস্থিত থাকতে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এতেই নাকি ফের ‘ছন্দপতন’।

বিজেপির অন্দরে একাংশের প্রশ্ন, দু’জনেই বিজেপির (BJP) রাজ্য কমিটির সদস্য হওয়া সত্ত্বেও, এক জনকে আমন্ত্রণ জানানো হল, অন্য জনকে বাদ দেওয়া হল কেন? তা হলে কি শোভন-বৈশাখীর মধ্যে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ বিভাজন করতে চাইছেন?
শোভন জানিয়ে দিয়েছেন, তিনি যাচ্ছেন না। বলেছেন, তাঁর কাছে কোনও ফোন আসেনি। ফোন এসেছিল বৈশাখীর কাছেই। বৈশাখী তাঁকে জানান যে, তাঁকে রবিবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তখন তিনি বৈশাখীকে জিজ্ঞাসা করেন, তাঁকেও কি আমন্ত্রণ জানানো হয়েছে? জানতে পারেন, তা হয়নি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sovan Chatterjee, #Baishakhi Banerjee

আরো দেখুন