মালদহে বার্জ উল্টে ৮টি লরি পড়ল গঙ্গায়, নিখোঁজ বহু
মালদহের (Malda) মানিকচক ঘাটে বার্জ উল্টে পর পর আটটি লরি গিয়ে পড়ল গঙ্গায়। এই দুর্ঘটনায় নিখোঁজ অন্তত ২০ জন। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনার (Accident) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল বাহিনী। ওই এলাকায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজদের মধ্যে লরিচালক, খালাসি-সহ কয়েকজন যাত্রীও রয়েছেন। তাঁদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে দাবি করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মানিকচক ঘাট থেকে একটি অস্থায়ী সেতুর মাধ্যমে ওই বার্জটি ফেরিতে ওঠার সময় দুর্ঘটনা হয়। বার্জে থাকা ১০টির মধ্যে আটটিই উল্টে একের পর এক গিয়ে পড়ে গঙ্গার জলে।
পুলিশ জানিয়েছে, গঙ্গার (Ganga) এই ঘাটে ঝাড়খণ্ডের সঙ্গে প্রতিদিন লঞ্চফেরি পরিষেবা চলে। এদিন সাহেবগঞ্জ থেকে মানিকচক ঘাটে এসেছিল স্টোনচিপস বোঝাই ওই লরিগুলি। ঘাটের অস্থায়ী সেতু থেকে বার্জটি পড়ে যাওয়ার পর দু’টি লরি কোনওরকমে উপরে ভেসে নদীর পাড়ে এসে ঠেকেছে। তবে সেগুলির অনেকাংশই দুমড়েমুচড়ে গিয়েছে।
দমকলকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই লরিতে থাকা অনেকেই গঙ্গায় পড়ে গেলেও তাঁদের মধ্য়ে কয়েকজন সাঁতরে পাড়ে উঠে আসতে পেরেছেন। বাকিদের খোঁজে ওই ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের তদারকিতে ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপার।