← কলকাতা বিভাগে ফিরে যান
রাজনীতির কথা নয়, যুব সমাজের উন্নয়নের খতিয়ান তুলে ধরল তৃণমূল
বাংলা শিখুন, বাংলার শিক্ষা ও সংস্কৃতিকে জানুন, সাংবাদিক সম্মেলনে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পর বললো তৃণমূল।
গত সপ্তাহ থেকে প্রতিদিনই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূলের পক্ষ থেকে বক্তা ছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান রুহী (Nusrat Jahan Ruhi)। সঙ্গে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। কবিতা আবৃত্তির আকারেই হলো আজকের সাংবাদিক সম্মেলন। রাজ্যে কর্মসংস্থান থেকে গতিধারা,যুব সমাজের উন্নয়নের নানান খতিয়ান তুলে ধরলেন তিনি। ‘আমি রাজনীতির কথা বলবো না’- এই ছিল নুসরতের key-words. আর এর সূত্র ধরেই একে একে তিনি আজ জানালেন:
- ৫ বছরে বেকারত্ব কমেছে ৪০%, চাকরি পেয়েছে ১ কোটি মানুষ।
- গতিধারা প্রকল্পে ১ লক্ষ টাকা পাওয়া যায়। উপকৃত হয়েছে ২৮,০০০ যুবক।
- উৎকর্ষ বাংলা প্রকল্পে ৬ কোটি মানুষকে স্বনির্ভর করা হয়েছে।
- আইটি সেক্টরের সংখ্যা ৫০০ থেকে বেড়ে হয়েছে ২৬০০।
- রাজারহাটের সিলিকন হাব, অ্যামাজন- ফ্লিপকার্টের লজিস্টিক হাবে বহু কর্মসংস্থান হয়েছে এবং আগামীতে আরো হবে।
- আমি চাকরির কথা বলব। টিসিএস- এ চাকরি পেয়েছে ৪০,০০০ যুবা, কংগ্নিজেন্টে চাকরি হয়েছে ২০,০০০ যুবার এবং আইবিএম-এ চাকরি হয়েছে ২০,০০০ আর উইপ্রোতে চাকরি হয়েছে ১০,০০০।
- যুবশ্রী প্রকল্পে ১ লক্ষ বেকার যুবক যুবতীকে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।
- ১ লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভর করার জন্যে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
- স্বামীবিবেকান্দ স্বনিভর প্রকল্পে ৩০% ভর্তুকি দেওয়া হয়।
- বিশ্ব বিদ্যালয় ১২ থেকে হয়ে দাড়িয়েছে ৪২। ৫০ টি নতুন কলেজ ও ৭৬ টি পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে।
- কন্যাশ্রী প্রকল্পে টাকার সাথে সাথে বাংলার মেয়েদের দক্ষতা দেখে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
- স্বামী বিবেকান্দ মেরিট স্কলারশিপে নেট পাশ করা ছাত্রছাত্রীরা পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডির জন্যে স্কলারশিপ পাচ্ছে।
- সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির সুবিধা রয়েছে।
- তপশীলি ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে। দেশে পড়ার পর্যন্ত দশ লক্ষ টাকা এবং বিদেশে পড়ার জন্যে ২০ লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হচ্ছে।
- ক্রিড়া ক্ষেত্রেও পরিকাঠামো উন্নত করা হয়েছে।