রাজ্য বিভাগে ফিরে যান

আগামী বুধবার থেকে ই-অ্যাডমিট কার্ড দেবে পিএসসি

November 23, 2020 | 2 min read

আগামী ৬ ডিসেম্বর ক্লার্কশিপ (পার্ট টু) লিখিত পরীক্ষা। যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা আগামী পরশু বুধবার থেকে ই-অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। করোনা আবহে প্রায় দশ মাস বাদে ক্লার্কশিপের মতো এতবড় পরীক্ষার আয়োজন করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। পরীক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বুধবার থেকে অন-লাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। কমিশনের ওয়েবসাইটে (wbpsc.gov.in) গিয়ে প্রথম পর্বের পরীক্ষায় সফল প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য দিলেই এই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন। পিএসসির তরফে সাফ জানান হয়েছে, একমাত্র এই পদ্ধতিতেই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। কমিশনের অফিস থেকে কোনও ডুপলিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

উল্লেখ্য, প্রথম পর্বের পরীক্ষায় রাজ্যজুড়ে প্রায় সাড়ে ৬ লাখের বেশি প্রার্থী বসেছিলেন। তাঁদের মধ্যে থেকে প্রায় ৭০ হাজারের মতো প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার জন্য বাছা হয়েছে। সবমিলিয়ে রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ-সি (Group C) পদমর্যাদার এই পদে প্রায় হাজার সাতেক শূন্য পদ রয়েছে। দ্বিতীয় পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে সংশ্লিষ্টদের বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা যাচাই করা হবে। সবমিলিয়ে নতুন বছরে রাজ্যের কয়েক হাজার বেকার যুবক-যুবতীর কাছে চাকরির সুযোগ নিয়ে আসছে পিএসসি। কমিশন সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এদিকে, আগের তুলনায় রাজ্যে করোনা সংক্রমণ কমায় এবং লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি কমিশন। কারণ, এতদিন ট্রেন বন্ধ থাকায় পরীক্ষার দিন ঘোষণা করতে পারছিল না পিএসসি কর্তারা। করোনা পর্বে অনলাইনে ইন্টারভিউ শুরু করেছিল কমিশন। কিন্তু ভার্চুয়াল ওই মূল্যায়ন পদ্ধতির একাধিক নেতিবাচক দিক উঠে আসছিল। তারপরই কমিশন সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে ফের মুখোমুখি বসিয়ে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন পরীক্ষকরা। সেই কারণে প্রস্তাবিত বেশ কয়েকটি ডিজিটাল ইন্টারভিউ বাতিল করেছে পিএসসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#PSC

আরো দেখুন