লক্ষ্য ২১শের নির্বাচন, ২৯ নভেম্বর বজবজে জনসভা করবেন অভিষেক
নিজের কেন্দ্রে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯ নভেম্বর থেকেই তিনি জনসভা শুরু করতে চলেছেন। প্রথম সভা তাঁর নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। পরে জেলায় জেলায় সভা করার কথা আছে অভিষেকের।
তৃণমূল সূত্রে খবর, ২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে ২৯ নভেম্বর বজবজের মুচিশা হাইস্কুলের মাঠে জনসভা করবেন অভিষেক। ওই দিন দুপুর ২টোয় জনসভা অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ (Covid 19) মহামারির আবহে শারীরিক দূরত্ব (Physical Distance) বজায় রেখেই ওই জনসভা আয়োজিত হচ্ছে।
তৃণমূলের (Trinamool) শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি বিধানসভা রয়েছে৷ সেখানে তাই বাড়তি গুরুত্ব দিয়ে সভা। বিজেপির নেতিবাচক প্রচার রুখতে উন্নয়নকেই অ্যাজেন্ডা করছে তৃণমূল৷ নিউ নর্মালে দূরত্ব বিধি মেনে সভা হবে বলে জানিয়েছে জোড়াফুল শিবির।
লক ডাউন (Lock Down)পর্বে সভা-সমিতি বন্ধ থাকলও, ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছেন অভিষেক। কোভিড-উম্পুন পর্বে তাঁর যুবশক্তি ক্যাম্পেনে অভূতপূর্ব সাড়া মিলেছে বলেই দাবি তৃণমূলের। এদিনই সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) টার্গেট করে বিজেপির লাগাতার আক্রমণের কড়া জবাব দেন কুণাল ঘোষ। ভার্চুয়ালের পর এবার ময়দানের বাস্তব। একুশের লড়াই শুরু করে দিচ্ছেন যুব তৃণমূল সভাপতি।