উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার রাস উৎসবে নয়া সাজে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির

November 24, 2020 | 2 min read

রাস উৎসব উপলক্ষে সেজে উঠছে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির (Madan Mohan Temple)। মন্দির রং করা, ম্যারাপ বাঁধা, বিদ্যুতের কাজ সহ অন্যান্য কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন রাস উৎসব উপলক্ষে ছোট মদনমোহনকে শয্যা থেকে তোলা হবে। সেদিন তাঁর বিশেষ পুজো হবে। সেদিন বড় মদনমোহনকেও মন্দিরের বারান্দায় আনা হবে। প্রতি বছর সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। উল্টোরথের একদিন পর থেকে দীর্ঘ কয়েকমাস ছোট মদনমোহন শয্যায় থাকেন।

উত্থান একাদশীর দিন তিনি শয্যা থেকে ওঠেন। সেদিন ছোট মদনমোহনকে শয্যা থেকে তোলার পর তাঁকে বিশেষ নিয়ম মেনে স্নান করানো হয়। সেইসঙ্গে তাঁর পুজো, যজ্ঞ প্রভৃতি হয়। এই উপলক্ষে প্রতি বছরই ওইদিন থেকে বহু দর্শনার্থী মদনমোহন মন্দিরে ভিড় জমান। এবার কোভিড পরিস্থিতির কারণে রাস উৎসবের সময় ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও স্বাস্থ্যবিধি ও নিয়ম মানতে হবে বলে প্রশাসন জানিয়েছে। মদনমোহন মন্দিরের অন্যতম পুরোহিত শিবকুমার চক্রবর্তী বলেন, উত্থান একাদশী উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছোট মদনমোহন ঠাকুরকে শয্যা থেকে তোলা হবে। সেদিন তাঁর স্নান ও বিশেষ পুজো হবে।

কোচবিহারের (Cooch Behar) ঐতিহ্যবাহী রাসমেলা (Rash Mela) উপলক্ষে প্রতি বছরই কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। কোভিড পরিস্থিতির কারণে এবার রাসমেলা হচ্ছে না বলে পুরসভার পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে। তবে মদনমোহন মন্দিরে সমস্ত নিয়ম ও রীতি মেনে রাস উৎসব পালন করা হবে। নির্দিষ্ট তিথিতে উত্থান একাদশীর দিন মদনমোহন মন্দিরের ছোট মদনমোহনকে শয্যা থেকে তোলা হবে। সেদিন সকালে রীতি মেনে ছোট মদনমোহনকে শয্যা থেকে উঠিয়ে প্রথমে তাঁর নিত্য পুজো করা হবে। এরপর মন্দিরের বারান্দায় ছোট মদনমোহনকে আনা হয়। সেখানে তাঁকে আমলকির ডাল দিয়ে দাঁত মাজানো হয়। তিলবাটা, আমলকি বাটা প্রভৃতি উপকরণ ও ১০৮ ঘটি জল দিয়ে তাঁকে স্নান করানো হয়। স্নানের পর তাঁকে নতুন পোষাক পরানো হয়। এরপর ছোট মদনমোহনকে নির্দিষ্ট আসনে বসানো হয়। এরপর তাঁর বিশেষ পুজো করা হয়। সেইসময় ভোগ, পঞ্চ ব্যঞ্জন, লুচি, পায়েস প্রভৃতি দেওয়া হয়। এছাড়াও যজ্ঞ হয়। ওই দিন বড় মদনমোহনের পুজোও বাইরে করা হয়। রাস উৎসবের দিন তাঁকে আবার আসনে বসানো হয়। রাস উৎসবের পর আবার উল্টোরথের এক দিন পর ছোট মদনমোহন শয্যা যাবেন।

রাস উৎসব উপলক্ষে মদনমোহন মন্দিরের ভিতরে ছোট ছোট স্থান তৈরি করে সেখানে বিভিন্ন দেবদেবীর প্রতিমা বসানো হয়। সেই সব কাজের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারও রাসচক্র তৈরির কাজ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবার মন্দিরর নির্দিষ্ট জায়গায় সেই রাসচক্র স্থাপনের জন্য খুঁটিও পোঁতা হয়েছে। সবদিক থেকেই মদনমোহন মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coochbehar, #Rash Mela, #Madan Mohan Temple

আরো দেখুন