← রাজ্য বিভাগে ফিরে যান
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ শুরু হবে জানুয়ারি মাসেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বিশ্ব ব্যাঙ্কের অর্থ সাহায্যে রাজ্যের পাঁচ জেলার সেচ (Irrigation) কাজের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের (Flood Protection) প্রকল্পের কাজ আগামী জানুয়ারি থেকে শুরু হবেন বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ২৫০০ কোটি টাকা।
খরা প্রবণ (Drought-Prone) পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগণায় এই প্রকল্পে সেচ ও পানীয় জলের (Drinking Water) কাজ হবে। এছাড়া, উপকৃত হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী জেলায়। এই প্রকল্পে উপকৃত হবে ২৭ লক্ষ কৃষক।