রাজ্য বিভাগে ফিরে যান

শিল্পীদের রোজগার ফেরাতে নতুন পদক্ষেপ সরকারের

November 24, 2020 | < 1 min read

মহামারির এই কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার শিল্পীদের রোজগার নিশ্চিত করতে তাদের প্রচার করবে।

মুখ্য সচিব আলাপান বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay) বলেন মুক্ত মঞ্চের (Open Air Theatre) অনুষ্ঠানে কোভিড সতর্কতা মেনে যতো জন ইচ্ছে অংশগ্রহণ করতে পারবেন।

মুখ্য সচিব আরো বলেন, রাজ্য সরকার যাত্রা, থিয়েটার, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পের সাথে জড়িত সব শিল্পীদের প্রচার করবে, যাতে তারা জীবিকা নির্বাহের সর্বাধিক সুযোগ পান।

গত মাসেই সরকার সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে। এইসব বন্ধ থিয়েটারগুলিতে জনসংখ্যার সীমাবদ্ধতা আছে। কিন্তু মুক্ত মঞ্চে জনসংখ্যার কোন সীমাবদ্ধাতা নেই।

রাজ্যের লক্ষাধিক শিল্পীর লকডাউনের কারণে রুজি রুটিতে টান পড়েছে। তাদেরকে পূর্ব স্রোতে ফেরাতেই সরকারের এই ব্যবস্থা।

এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, ডিজি এবং জেলা শাসকদের অনুমতি নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Government, #Theatre

আরো দেখুন