খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত কিংবদন্তী ফুটবলার মারাদোনা, শোকবিহ্বল বিশ্ব

November 25, 2020 | < 1 min read

প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনা(Diego Maradona)। তাঁর প্রয়াণে শোকের ছায়া সারা বিশ্বে।

মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে তাঁর জন্মদিনেই শেষ বার সর্বসমক্ষে দেখা গিয়েছে। সেদিন জিমনাসিয়া ক্লাবে এসেছিলেন মারাদোনা। কেকও কাটেন। কিন্তু শারীরিক অবস্থা ভাল না হওযায় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করেননি তিনি।

গত ৩রা নভেম্বর লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল আর্জেন্তিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারীকে। চিকিৎসক জানিয়েছিলেন, বেশ কয়েক দিন ধরেই মারাদোনার শারীরিক অবস্থা ভাল ছিল না। মানসিকভাবেও ভাল জায়গায় ছিলেন না মারাদোনা। তার প্রভাব পড়েছে শরীরে।

গত কয়েক বছরে আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ককে একাধিক বার হাসপাতালে যেতে হয়েছে। গত বছর পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ২০১৮ সালের বিশ্বকাপে ম্যাচ দেখার সময়েই অসুস্থ হয়ে পড়েন ফুটবলের রাজপুত্র। এ বার জন্মদিনের পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মারাদোনা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Diego Maradona, #RIP

আরো দেখুন