রাজ্য বিভাগে ফিরে যান

আগামীকাল বাংলাকে সচল রেখেই প্রতিবাদ করবে তৃণমূল

November 25, 2020 | < 1 min read

তৃণমূল সরকার সমস্তরকম বনধ, ধর্মঘটের বিরোধী বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই আগামীকাল কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা ধর্মঘটে সামিল হচ্ছে না জোড়া ফুল শিবির। মোদী সরকার গায়ের জোরে সাধারণ জনগণের অধিকার হরণের চেষ্টার প্রতিবাদে তাই জনজীবন সচল রেখেই প্রতিবাদ জানাবে তৃণমূল।

আইএনটিটিইউসি (INTTUC) বা তৃণমূল ট্রেড ইউনিয়ানের স্পষ্ট বক্তব্য, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘটের রাস্তায় হাটব না। সারা বছরের মতোই ২৬ নভেম্বর মিটিং মিছিলে শামিল হব আমরা। তবে সবকিছু সচল রেখে। তৃণমূল নেতাদের কথায়, করোনার জেরে লকডাউনের ফলে সাধারণ মানুষের আর্থিক অবস্থা খারাপ। এই পরিস্থিতিতে আরও একটা কর্মনাশা বনধ পালন আমাদের উচিৎ হবে না।

সেজন্য ইতিমধ্যেই সিটু, আইএনটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিন রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখতে যথেষ্ট সংখ্যক বাস, মিনিবাস, ট‍্যাক্সি, অটো রাস্তায় নামাতে তৎপর রাজ্য পরিবহণ দফতর। ইতিমধ্যেই বাস, মিনিবাস, ট্যাক্সি ইউনিয়নগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার শহরের রাস্তায় বেশি সংখ্যক গণ-পরিবহণ মাধ্যম নামানোর আবেদন জানানো হয়েছে।

এই ইস্যুতে বাস, ট্যাক্সি, অটো চালকরাও দাঁড়িয়েছেন তৃণমূলের (Trinamool) পাশে। তাঁদের কথায়, ‘করোনা পরিস্থিতিতে যাত্রী কমে যাওয়ায় আয় কমেছে। এই অবস্থায় আরও একটি কাজের দিন নষ্ট করার পক্ষপাতি নই আমরা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Strike, #tmc

আরো দেখুন