← রাজ্য বিভাগে ফিরে যান
আলু-পেঁয়াজের জন্য ভরসা এখন সুফল বাংলার ৬৩০টি স্টল?
আলু-পেঁয়াজের দর ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সাময়িক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত দরে আলু সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সুফল বাংলার (Sufal Bangla) ৬৩০টি স্টল থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির ব্যবস্থা আপাতত চালু থাকবে। পাশাপাশি, বিভিন্ন জেলায় ওই একই দরে আলু পৃথক ভাবে সরবরাহও করা হচ্ছে। স্থানীয় বাজারগুলি থেকে সেই আলু পাওয়া যাবে। এক কর্তার কথায়, সূত্রের খবর, আপাতত ২৫ লক্ষ কুইন্টাল আলু রয়েছে। সেখান থেকেই এ ভাবে সরবহার করা হবে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সেই মজুত থাকবে। তার পরে নতুন আলু বাজারে এলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
২০১৪ সালে এমন পরিস্থিতি হওয়ায় প্রশাসন বাধ্য করেছিল নিয়ন্ত্রিত দরে আলু (Potato) বিক্রি করতে। কিন্তু তখন আলু-পেঁয়াজ অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় ছিল। এখন কেন্দ্রের নতুন আইনের ফলে রাজ্যের হাতে কিছু নেই।