রাজ্য বিভাগে ফিরে যান

আবারও মালব্যর মিথ্যের বিরুদ্ধে বিস্ফোরক নুসরত জাহান 

November 27, 2020 | < 1 min read

ফেক নিউজ ছড়ানোয় নামকরা ব্যক্তিত্ব তথা বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্য আজ আবারও মিথ্যেতে ভরা একটি ট্যুইট করেন। তিনি লেখেন, বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প ব্যর্থ হয়েছে গরীব মানুষদের সাহায্য করতে। তিনি বলেন, গত চার বছরে রাজ্যের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে মাত্র ১.৭ শতাংশ মানুষ উপকৃত হয়েছে এই প্রকল্পে। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের ৯৮.৩ শতাংশ লোক।

এরই প্রতিবাদ করেন নুসরত। নুসরত জাহান ট্যুইট করে বলেন, এই ট্যুইট প্রমাণ করে অমিত মালব্য খুব অল্প বুদ্ধি নিয়ে জন্মেছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য যোগ্য রাজ্যবাসীর সংখ্যা ৭ কোটির বেশী। সেখানে ইতিমধ্যেই ১৩ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন ও সহায়তা পেয়েছেন। 

তিনি অমিত মালব্যকে খোঁচা দিয়ে বলেন, অমিত মালব্যের উচিৎ অষ্টম শ্রেণির অঙ্ক ক্লাস করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#nusrat jahan, #Amit Malviya

আরো দেখুন