শুরুতেই হোঁচট খেল ইস্টবেঙ্গল , জোড়া গোলে ডার্বি জয় মোহনবাগানের
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মানেই চিরকালীন আবেগের লড়াই। যতই মাঠ দর্শকহীন হোক, যতই মোহনবাগানের আগে এটিকে আর ইস্টবেঙ্গলের আগে এসসি বসুক, উন্মাদনা তুঙ্গেই থাকছে।
এই ম্যাচ এক অর্থে ঐতিহাসিকও। এই প্রথম বার আইএসএলে খেলছে কলকাতার দুই বড় ক্লাব। আর এই প্রথম বার আইএসএলে (ISL) মুখোমুখি দুই প্রধান। ফলে, আবেগের ফুলকি ছিটকে বেরবেই।
আইএসএলে জয় দিয়ে অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান (Mohunbagan)। এ বারের উদ্বোধনী ম্যাচে হারিয়েছে কেরল ব্লাস্টার্সকে।
আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম হাফ ছিল গোলশূন্য।
দ্বিতীয় হাফের ৪৯ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেয় প্রথম ম্যাচে গোল করা সেই রায়কৃষ্ণ। অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারলো না ইস্টবেঙ্গল (East Bengal) বরং ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোল দিল মোহনবাগানের এম সিংহ।
ম্যাচশেষে কলকাতায় যখন মোহনবাগানীদের খুশির জোয়ার, ইস্টবেঙ্গল তাঁবুতে তেমনই বিষন্নতা।