তৃতীয়বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে যজ্ঞ কাটোয়ায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন সেই প্রার্থনায় যজ্ঞ আয়োজিত হল কাটোয়ায়। বহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নজরুল মঞ্চে মহা-মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chatterjee) নজরুল মঞ্চে উপস্থিত থেকে যজ্ঞে অংশগ্রহকাীদের উৎসাহ যোগান। তবে এই যজ্ঞ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কাটোয়ার (Katawa) বিজেপি নেতৃত্ব।
সনাতন ব্রাহ্মন ট্রাস্টের সভাপতি অসিত ঘটক জানান, তাঁরা তৃতীবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। সেই সঙ্গে করোনার প্রকোপ মুক্তি কামনা করেও তাঁরা যজ্ঞ করেছেন বলে জানিয়েছেন।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ’মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা সহ করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে কাটোয়ায় ব্রাহ্মণ সংগঠনের উদ্যোগে এদিন যজ্ঞ করা হল। যজ্ঞে প্রায় ২০০ ব্রাহ্মণ যোগ দিয়েছেন। বাংলার উন্নয়নের স্বার্থে ব্রাহ্মণরাও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন।’
যদিও পূর্ব বর্ধমান জেলা (গ্রামীণ) বিজেপির (BJP) সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ’জনগণ মুখ ঘুরিয়ে নেওয়ায় এখন ঈশ্বরের করুণা পেতে চাইছে তৃণমূল। কিন্তু তাতে কিছু লাভ হবে না।’