২ ডিসেম্বর ভ্যাকসিন নেবেন ফিরহাদ, ৪টি করোনা ভ্যাকসিনের ট্রায়াল রাজ্যে
করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে অনুমতি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
গত দু’সপ্তাহ ধরে সাগর দত্তের ভ্যাকসিন ট্রায়াল নিয়ে বিতর্ক চলছিল। দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি নয়, সাগর দত্তে দু’টি করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে। এর মধ্যে স্পুটনিক ভি ভ্যাকসিনও রয়েছে। ২০০ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা হবে। সবমিলিয়ে রাজ্যে চারটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। দু’টি করবে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, একটি নাইসেড বা ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজ এবং একটি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বা এসটিএম।
এ দিকে, নাইসেড-এর অনুরোধে করোনা ভ্যাকসিন নিতে রাজি হলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা পুর ও নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম। ২ ডিসেম্বর বুধবার সকালে তাঁকে ভ্যাকসিন দেওয়া হবে। এর জন্য তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। রক্তচাপ, সুগার ও অন্য পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রীর কোলাইটিস রয়েছে। অন্য কো-মরবিডিটি আছে কি না, খতিয়ে দেখছেন চিকিৎসকরা। ভ্যাকসিন প্রয়োগ করলে মন্ত্রীর শরীরে যাতে বিরূপ প্রতিক্রিয়া না হয়, সেদিকগুলিও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। কোভ্যাকসিন প্রয়োগের পর এক মাস কলকাতার বাইরে যেতে পারবেন না মন্ত্রী।