কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ৭ ডিসেম্বর আবার রাস্তায় নামছেন মমতা, কর্মসূচী শুরু জেলাতেও
এই মুহূর্তে রাজ্য জুড়ে নিজেদের সংগঠন আরও মজবুত করতে ব্যস্ত তৃণমূল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কালীঘাটের বৈঠক থেকে সিদ্ধান্ত হল ডিসেম্বরের গোড়া থেকেই কেন্দ্র বিরোধী কর্মসূচী শুরু হবে জেলায় জেলায়। মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে ৭ ডিসেম্বর কলকাতার রাস্তায় নামবেন খোদ দলনেত্রী।
সূত্রের খবর, ৪ঠা ডিসেম্বর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে তৃণমূল নেত্রী করতে পারেন ভার্চুয়াল সভা।
প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির পরে এই প্রথম জেলা সফর দিয়ে রাজনৈতিক কর্মসূচী শুরু করেছেন মমতা। সদ্যই বাঁকুড়া গিয়েছিলেন তিনি। এবার রাজনৈতিক কর্মসূচী ও প্রশাসনিক বৈঠক– দুইই পর্যায়ক্রমে শুরু করে দিতে চান তিনি। সূত্রের খবর, কালীঘাটে মমতার বৈঠকে গতকাল উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী।
সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সব জেলার জেলা-সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, ১ ডিসেম্বর থেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে রাজনৈতিক কর্মসূচী শুরু করতে হবে। এবং ৭ ডিসেম্বর রাজপথে নামবেন স্বয়ং মমতা। জানা গিয়েছে, ধর্মতলা বা রানি রাসমণি চত্বরে সমাবেশ করতে পারেন তিনি। আবার সমাবেশ না করে কলকাতার বড় অংশ জুড়ে মিছিল হতে পারেও মনে করছে একাংশ।