রাজ্য বিভাগে ফিরে যান

সোশ্যাল মিডিয়ায় ‘দিদি’র সঙ্গে থাকার বার্তা, ডিপি পালটাচ্ছেন নেতারা

November 28, 2020 | < 1 min read

সোশ্যাল মিডিয়ায় নতুন লোগো তৈরি করে ফেলল দিদির সমর্থকরা। মূল কথা – ‘দিদির সঙ্গে’। সোশ্যাল মিডিয়ার ডিপি থেকে টি-শার্টে শোভা পাবে এই লোগো। সোশ্যাল মিডিয়ায় ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে থাকার বার্তা বেড়ে চলেছে।

জানা গিয়েছে, শুক্রবার এই নতুন লোগো সামনে এনেছে দিদির সমর্থকরা। যাতে লেখা – ”আওয়াজ উঠেছে বঙ্গে/ আমরা দিদির সঙ্গে”। প্রায় সঙ্গে সঙ্গেই এই বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পালটে দিয়েছেন যুব তৃণমূলের অনেকেই। শুধু তাঁরাই নন, দলের অনেক বিধায়ক, যুব নেতা, ছাত্র নেতা – সকলেরই প্রোফাইল ছবি কিংবা ডিপি পালটে গিয়েছে এই নতুন লোগোয়।

জানা গিয়েছে, এই স্লোগান লেখা টি-শার্টও মিলবে এবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#AITC, #slogan, #Amra Didir songe, #supporters, #Social Media

আরো দেখুন