প্রাক-প্রাথমিক থেকে অষ্টম পর্যন্ত ভর্তি শুরু ডিসেম্বর থেকে
ডিসেম্বরের মধ্যেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলপড়ুয়াদের ভর্তি সেরে ফেলার নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। এজন্য আগামী মাস থেকে স্কুলের ঠিক করে দেওয়া রোস্টার অনুযায়ী শিক্ষক- শিক্ষাকর্মীদেরও যেতে হবে। ২ ডিসেম্বর থেকে স্কুলে ভর্তির ফর্ম (Admission Form) দেওয়া শুরু হবে। পঠন-পাঠন কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। তবে তাৎপর্যপূর্ণভাবে সময়মতোই ভর্তি সেরে নিচ্ছে সরকার।
স্কুল শিক্ষা দপ্তরের (Education Department) তরফে ভর্তি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, স্কুলের আসনের থেকে আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারি করতে হবে। সেই ফর্মই দেওয়া এবং জমা নেওয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১১-১৬ ডিসেম্বরের মধ্যে লটারি সেরে ফেলতে হবে। আর ভর্তি শুরু করতে হবে ১৮ ডিসেম্বর থেকে। ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। স্কুল থেকে বা বাংলার শিক্ষা পোর্টাল থেকে এই ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। জমা দিতে হবে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে, সেখানেই। তবে, ইতিমধ্যেই কোনও স্কুল যদি ফর্ম দিয়ে থাকে আর অভিভাবকরা তা পূরণ করে জমা দিয়ে থাকেন, তাহলে নতুন করে আর কিছু করতে হবে না।