← কলকাতা বিভাগে ফিরে যান
এবার কলকাতায় ভ্রাম্যমাণ সংগ্রহশালা
সংস্কৃতির রাজধানী কলকাতার শৈল্পিক ভাবমূর্তিকে তুলে ধরতে এবার এক অভিনব প্রয়াস। ডিসেম্বর থেকে কলকাতায় নিজের পথে, নিজের গতিতে ছুটবে ভ্রাম্যমাণ সংগ্রহশালা। পরিবহন দপ্তরের নোনাপুকুর ট্রাম ডিপোতে তৈরি হয়েছে এই শিল্পকলায় বোঝাই ট্রাম। ট্রামের ভেতরের সবকিছুই হাতে তৈরি।
যেদিন এই ট্রাম কোনও শিল্পী বুক করবেন, মানুষ সেই শিল্পীর আঁকা দেখতে পাবেন। যেদিন কোনও শিল্পীর বুকিং থাকবে না, সেদিন ট্রাম কোম্পানি তাদের সংগ্রহে আর্কাইভ হিসেবে থাকা ট্রামের বিভিন্ন ফটো দেখাবেন। এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে প্রদর্শনীর প্রতি মানুষের বিশেষত পড়ুয়াদের আগ্রহ বাড়াতে।
এই ট্রামটি সারা কলকাতায় ঘুরলেও বিশ্রাম নেবে শুধু এসপ্ল্যানেড, শ্যামবাজার ও গড়িয়াহাটে কয়েক ঘন্টার জন্য। ডিসেম্বরে চালু হতে চলা এই ট্রামে প্রবেশ করতে লাগবে মাত্র ৬টাকা।