দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বসিরহাটে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, পার্টি অফিসে দলীয় কর্মীরাই ঝোলাল তালা

November 29, 2020 | < 1 min read

বিজেপির পার্টি অফিসে তালা ঝোলাল বিজেপিই! দলের জেলা সভাপতির অপসারণের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে বিজেপির একাংশই! পার্টি অফিসে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে বিক্ষোভ! উত্তর ২৪ পরগনার বসিরহাটে (Basirhat) প্রকাশ্যে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব।

বেশ কয়েকমাস আগে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হন তারক ঘোষ। দলীয় সূত্রে খবর, কিছুদিন আগে বিজেপির এক সভায় দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাঁধে, চেয়ার ভাঙচুর হয়। সেই ঘটনায় কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করা হয়। বিক্ষোভরত বিজেপি কর্মীদের অভিযোগ, নতুন জেলা সভাপতি দল থেকে পুরোনো কর্মীদের দল থেকে বহিষ্কার করে নিজের মতো দল চালাচ্ছেন।

বসিরহাট সাংগঠনিক জেলার বহিষ্কৃত বিজেপি নেতা দুলাল রায়ের (Dulal Roy) দাবি, ‘পিকের কাছ থেকে টাকা খেয়ে দলকে শেষ করে করছে দলকে। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ পুরনো বিজেপি কর্মীদের ছেঁটে ফেলে নিজের মতো করে দল চালাচ্ছেন।’

পাল্টা বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের দাবি, ‘এরা এখন সংগঠনের কেউ নয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলকে জানিয়েছি।’

বসিরহাটে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষের সুর তৃণমূলের (Trinamool)।

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে বসিরহাটে বারবার দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিজেপি (BJP)।

TwitterFacebookWhatsAppEmailShare

#basirhat, #bjp

আরো দেখুন