← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
সুন্দরবন রক্ষায় ৫ কোটি ম্যানগ্রোভ রোপণ সম্পন্ন
আম্পানে তছনছ হয়ে গেছিল ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবন (Sundarban)। ঝড়ের দাপটে ম্যানগ্রোভ অরণ্যের প্রভূত ক্ষতি হয়েছে। বাঘ বা অন্য বন্যপ্রাণীর ক্ষতি না হলেও জঙ্গলের অনেক গাছ উপড়ে গিয়েছে। এ অবস্থায় সুন্দরবনকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) থেকেই এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৫ই জুন সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু হয়। ২৫০ হেক্টর জমিতে এই ৫কোটি চারা লাগানো হয়। খরচ হয়েছে ২০ কোটি টাকা এবং কর্মদিবস সৃষ্টি হয়েছে ১১ লক্ষ। প্রায় ১৬ লক্ষ গাছ উৎপাটিত হয় আম্পান ঘূর্ণিঝড়ে।